CLASS 10 MODEL ACTIVITY TASK
GEOGRAPHY PART 4 - JULY,2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণী
Geography/ভূগোল
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর ভূগোল ও পরিবেশ বিষয়ের সম্পূর্ণ এবং সহজ উপায়ে সমাধান।
১. বিকল্প গুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ :
১.১ অবরহন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল-
(ক) প্লাবনভূমি (খ) এস্কার (গ) গিরিখাত (ঘ) স্বাভাবিক বাঁধ
উত্তর: (গ) গিরিখাত
১.২ হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল -
(ক) ফিয়ার্ড (খ) বার্গস্রুন্ড (গ) করি (ঘ) এরিটি
উত্তর: (খ) বার্গস্রুন্ড
১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করো -
(ক) লাদাখ - অঙ্গরাজ্য
(খ) পদুচেরি - কেন্দ্রশাসিত অঞ্চল
(গ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-অঙ্গরাজ্য
(ঘ) হরিয়ানা - কেন্দ্রশাসিত অঞ্চল
উত্তর: (খ) পদুচেরি - কেন্দ্রশাসিত অঞ্চল
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ বায়ুর অবনমন বা অবসারণ প্রক্রিয়ায় বলি ও পলিকনা একস্থান থেকে অন্যস্থানে অপসারিত হয়।
২.২ কাশ্মীর উপত্যকা পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত।
২.৩ উত্তর - পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়?
পলল ব্যজনী পর্বতের পাদদেশে সৃষ্টির কারণ:
পর্বতের পাদদেশে ভূমির ঢালের হটাৎ পরিবর্তনের ফলে নদীর বহন ক্ষমতা কমে যায় এবং সমস্ত ক্ষয়জাত পদার্থ যেমন - নদীবাহিত পলিরাশী, নুড়ি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে পলল শঙ্কু গঠন করে। অনেকগুলি পলল শঙ্কু জুড়ে গিয়ে বিস্তার লাভ করলে এটি অর্ধগোলাকার হাতপাখার মত দেখতে হয় বলে একে পলল ব্যজনী বলা হয়।
উদাহরণ : পূর্ব হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে অনেক পলল ব্যজনী দেখতে পাওয়া যায়।
৩.২ ধাপ চাষ, ফলি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব?
উত্তর: ধাপ চাষ, ফলি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করার উপায়সমূহ নিচে আলোচনা করা হলো -
∆ পার্বত্য অঞ্চলে ধাপ চাষ: পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে ধাপ গঠন করলে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। এভাবে সমগ্র জমিকে ধাপ চাষে কাজে লাগলে ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে মাটি ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়।
∆ ফালি চাষ : ভূমির ঢালের আড়াআড়ি ভাবে ফালি তৈরি করে শস্য রোপণ করলে তা ভূমিক্ষয় প্রতিরোধ করে।
∆ সমোন্নতিরেখা বরাবর কৃষিকাজ : সমোন্নতি রেখা বরাবর জমিগুলিতে আল বা বাঁধ দিয়ে কৃষিজমি তৈরি করে চাষবাস করলে প্রবাহমান জলের গতি বাধাপ্রাপ্ত হয় এবং মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ হ্রাস পায়।
৪. হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও।
উত্তর : হিমবাহের অবক্ষেপণ বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ:
∆ গ্রাব রেখা : হিমবাহ অগ্রসর হওয়ার সময় এর সাথে যেসব পাথরখণ্ড , কাকর, বালি, কাদা প্রভৃতি বাহিত হয়, হিমবাহ গলতে আরম্ভ করলে সেগুলি হিমবাহের প্রবাহপথের আশেপাশে ধীরে ধীরে সঞ্চিত হতে থাকে। এই অসংবদ্ধ মিশ্র পদার্থের সঞ্চয়কে পার্শ্ব গ্রাব রেখা বা মোরেন বলে।
গ্রাব রেখাকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়---
[i] গ্রাবরেখা হিমবাহের দুপাশে সঞ্চিত হলে তাকে পার্শ্ব গ্রাব রেখা বলে।
[ii] দুটি হিমবাহ দুদিক থেকে এসে একস্থানে মিলিত হলে উভয়ের মাঝখানে বাহিত পদার্থ জমা হয়ে যে সরু গ্রাব রেখা তৈরি হয় তাকে মধ্য গ্রাবরেখা বলে।
[iii] হিমবাহের নিচে অর্থাৎ ভূমিতে ক্ষয়জাত বা বাহিত পদার্থ সঞ্চিত হয়ে যে গ্রাবরেখা তৈরি হয় তাকে ভূমি গ্রাব রেখা বলে। উত্তর পশ্চিম ইউরোপ, পোল্যান্ড , ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেনের দক্ষিণাংশে এবং কানাডায় যথেষ্ট সংখ্যক গ্রাবরেখা দেখতে পাওয়া যায়।
The End
উপরের উত্তরগুলো নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের জানাও। এছাড়া অন্য কোন প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানতে পারো। আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য নিচের লিংকটিতে ক্লিক করো।
আমাদের ফেসবুক গ্রুপ:
এছাড়া অন্য কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন।
আমাদের মেল আইডি হল।👇👇quickhealenglish@gmail.com
No comments:
Post a Comment